শৈলকুপায় মূর্তিসহ ধাতব মুদ্রা উদ্ধার
ঝিনাইদহের শৈলকুপায় মূল্যবান লক্ষ্মীমূর্তিসহ ধাতব মুদ্রা উদ্ধার করেছে এলাকাবাসী। শৈলকুপার হাসপাতাল মসজিদের পাশে একটি কাগজে মোড়ানো বস্তু খুলে মূর্তি ও ধাতব মুদ্রাটি দেখতে পায় স্থানীয়রা। পরে তা পুলিশের কাছে তুলে দেয়া হয়।
পুলিশ জানায়, সোনালী রং এর প্রায় আধা কেজি ওজনের ৪ ইঞ্চি উচ্চতার ধাতব মূর্তিটি একটি পূর্ণাঙ্গ লক্ষ্মী মূর্তি। এছাড়া ১ভরি ওজনের রোপ্যের একটি ধাতব মুদ্রা পাওয়া গেছে যা রাজা সপ্তম এডওয়ার্ডের সময়কালের। পয়সাটির গায়ে ১৯০৩ সাল লেখা আছে।
শৈলকুপার সাবেক কমিশনার এম হাসান মুসা ও বর্তমান কমিশনার শওকত হোসেন জানায়, মসজিদের ইমামের কাছ থেকে জানতে পারেন কাগজে মোড়ানো বস্তু পড়ে আছে। তারপর তা খুলে দেখা হয় ও থানায় জমা দেয়া হয়।
শৈলকুপা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার জানান, উদ্ধারকৃত মূর্তি ও পয়সা প্রাচীন যুগের নিদর্শন ও মূল্যবান বস্তু।
আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের ১১৬ কোটি টাকা বিতরণ করা হয়েছে
- ২ প্রার্থিতা ফিরে পেলেন ফরিদপুরের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান
- ৩ আদিবাসীদের জন্য রাজনৈতিক দলগুলোর ইশতেহারে কী আছে দেখতে চাই
- ৪ নোয়াখালীতে হিজড়া জনগোষ্ঠী ২ হাজার, ভোটার মাত্র ১৪
- ৫ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি, দুই লাখ টাকা জরিমানা