ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিশুদের সম্পদ হিসেবে গড়ে তুলতে সচেষ্ট প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৬:৪৩ এএম, ১০ ডিসেম্বর ২০১৬

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শিশুদের ভিটামিন `এ` প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের ফলে শিশুরা সুস্বাস্থ্যবান হয়ে গড়ে উঠছে। বর্তমানের শিশুরা যাতে ভবিষ্যতে সম্পদ হিসেবে দেশ গঠনে কাজ করতে পারে এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচেষ্ট রয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি সিটি কিন্ডারগার্টেন এর সামনে শিশুদের ভিটামিন `এ` প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় শিল্পমন্ত্রী আরো বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে গ্রাম ভিত্তিক স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে কমিউনিটি ক্লিনিক ব্যবস্থা চালু করেন।

২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে সেই ক্লিনিককে অকেজো করতে পাল্টা কর্মসূচি হিসেবে ছাগল পালন লাভবান হিসেবে ঘোষণা করে। কমিউনিটি ক্লিনিকে ছাগল পালন করে এ কর্মসূচি পালন করা হতো। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিকগুলোকে সচল করে।

jhalakati

সেখানে চিকিৎসক ও পর্যাপ্ত পরিমাণে ঔষধ দিয়ে গ্রাম ভিত্তিক স্বাস্থ্য সেবায় সফল হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একারণেই তিনি আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে এমডিজি ও সাউথ সাউথ পুরস্কার প্রাপ্ত হয়েছেন।

সিভিল সার্জন ডা. আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, স্বাস্থ্য বিভাগের ডেপুটি ডিরেক্টর পবিত্র কুমার সিকদার ও সিটি কিন্ডারগার্টেন অধ্যক্ষ প্রফেসর রুস্তম আলী।

উল্লেখ্য, ঝালকাঠি জেলায় ৬ মাস বয়স থেকে ৫ বছরের কম বয়সী ১ লাখ ৩শ ৬৩ জন শিশুকে ভিটামিন `এ` প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

আতিকুর রহমান/এফএ/এমএস