ভোলায় ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
ভোলার চরফ্যাশন উপজেলা সদরের ছয়টি পরিত্যাক্ত গোডাউন থেকে প্রায় সাত কোটি টাকা মূল্যের ২০লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
শুক্রবার গভীর রাতে কোস্টগার্ড এ অভিযান চালায়। শনিবার দুপুরের দিকে এসব জাল ভোলা শহরের কোস্টগার্ড স্টেশনে এনে জ্বালিয়ে দেয়া হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার দেবায়ন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল শুক্রবার গভীর রাতে চরফ্যাশনে অভিযান চালায়। এ সময় উপজেলার সদরের বিভিন্ন এলাকার ছয়টি গোডাউন থেকে ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। তবে জালের মালিকানা খুঁজে পাওয়া যায়নি।
ছোটন সাহা/আরএআর/আরআইপি