ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকায় নিখোঁজ শিশু কলমাকান্দায় উদ্ধার

প্রকাশিত: ০২:১১ পিএম, ১০ ডিসেম্বর ২০১৬

ঢাকার গুলশানে নিখোঁজ হওয়া শিশু আল-আমিনকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ঠাকুরাকোনা রাস্তায় গুমাই নদীর ব্রিজের পাশ থেকে উদ্ধার করা হয়। শনিবার কলমাকান্দা থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (৭ ডিসেম্বর) ঢাকা মহানগর গুলশান থানার কড়াইল বস্তির এলাকার জাহাঙ্গীর আলমের শিশু ছেলে ২য় শ্রেণির ছাত্র আল-আমিন (১০)। কড়াইল বৌবাজার জ্ঞানের আলো কিন্ডারগার্টেন স্কুল থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হয়।

কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, সংশ্লিষ্ট থানার মাধ্যমে ছেলের অভিভাবককে জানানো হয়েছে। অভিভাবক এলে তাদের হাতে ফিরিয়ে দেয়া হবে শিশুকে।

কামাল হোসাইন/এএম/আরআইপি