বরগুনায় ১৫ হাজার পিস জাটকা জব্দ
ফাইল ছবি
বরগুনায় চারটি ট্রলারসহ ১৫ হাজার পিস জাটকা জব্দ করেছে পুলিশ। এসময় ট্রলারে থাকা ১৮ জেলেকেও আটক করা হয়।
শনিবার রাতে বঙ্গপসাগরের মোহনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব আটক করে পাথরঘাটা থানা পুলিশ।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বেশ কিছু দিন ধরেই বঙ্গপসাগরের বিভিন্ন পয়েন্টে নিষিদ্ধ জাল দিয়ে জাটকা শিকার করে আসছিল বেশ কিছু অসাধু জেলে। জাটকা শিকার রোধে এবং অসাধু জেলেদের আটক করতে শনিবার রাতভর সঙ্গপসাগরের মোহনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় পাথরঘাটা থানা পুলিশ।
তিনি আরো বলেন, পুলিশের অভিযান চলাকালে এফবি বিল্লাহ রহমান, এফবি মায়ের দোয়া, এফবি সাগর-২, এফবি আসলাম নামের চারটি ট্রলারে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস জাটকা জব্দ করে পুলিশ।
এ বিষয়ে পাথারঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হাসান বলেন, আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হবে এবং জব্দ করা ইলিশ বিভিন্ন এতিখানায় বন্টন করা হবে।
সাইফুল ইসলাম মিরাজ/এফএ/এমএস