সালিসে অপমান : তরুণীর আত্মহত্যা
সাতক্ষীরায় চেয়ারম্যানের `সালিসে` অপমানের শিকার হয়ে আত্মহত্যা করেছে এক তরুণী। শনিবার রাতে সে নিজ বাড়িতে আত্মহত্যা করে।
এ ঘটনায় ওই দিন রাতেই কলারোয়ার সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
নাম প্রকাশে অনিচ্ছুক সোনাবাড়িয়া বাজারের এক ব্যবসায়ী জানান, শুক্রবার প্রেমিক মাগুরা এলাকার পলাশ ও প্রেমিকা সোনাবাড়িয়া ইউনিয়নের বারেকের মোড় এলাকার মৃত. নুর মোহাম্মদের মেয়ে আফরোজা খাতুন কথা বলছিল। এ সময় স্থানীয় বখাটে ছেলেরা তাদের আটক করে ইউপি চেয়ারম্যানের হাতে সোপর্দ করে।
পরে ইউপি চেয়ারম্যান হাজারো মানুষের সামনে দড়ি দিয়ে বেঁধে ওই তরুণ-তরুণীকে বাজারে মধ্যে ঘোরায়। এই অপমান সহ্য করতে না পেরে আফরোজা খাতুন আত্মহত্যা করেন।
অভিযোগকারী ওই ব্যক্তি আরো বলেন, এই চেয়ারম্যান এলাকার চিহ্নিত চোরাচালানী। মানুষের জমি দখল, অত্যাচারসহ নানান অপকর্মের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে।
কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জাগো নিউজকে জানান, মেয়েটির বাবা ইব্রাহিম হোসেন বাদী হয়ে চেয়ারম্যানকে প্রধান আসামি করে মামলা করায় তাকে গ্রেফতার করা হয়েছে।
আকরামুল ইসলাম/এফএ/এমএস/এমএস