ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে পিকআপ উল্টে সেনা সদস্য নিহত

প্রকাশিত: ১০:১৫ এএম, ১১ ডিসেম্বর ২০১৬

নাটোরের বড়াইগ্রামে পিকআপ উল্টে কর্পোরাল জিয়াউর রহমান নামে এক সেনা সদস্য নিহত ও অপর ২ জন আহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়াউর রহমান ময়মনসিংহ জেলার বাসিন্দা। আহত দুইজন হলেন সৈনিক প্রশান্ত কুমার এবং দাউদ আহম্মেদ।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) আব্দুল­াহ আল মামুন জানান, শীতকালীন সামরিক প্রশিক্ষণের জন্য রোববার সকালে বগুড়া সেনানিবাস থেকে সিগন্যাল কোরের সদস্যরা পিকআপযোগে পাবনার পাকশির দিকে যাচ্ছিলেন। পথে নাটোর-পবনা মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার রাজাপুর এলাকায় চাকা পাংচার হয়ে পিকআপটি উল্টে যায়।

এতে ৩ সেনা সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের সিএমএইচে নেয়া হলে সেখানে কর্পোরাল জিয়াউর রহমান মারা যান।

আহত সৈনিক প্রশান্ত কুমার এবং দাউদ আহম্মেদকে বগুড়া সেনানিবাসে পাঠানো হয়েছে।

রেজাউল করিম রেজা/এফএ/পিআর