ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত: ১১:১৪ এএম, ১১ ডিসেম্বর ২০১৬

বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘনায় তিনজন নিহত হয়েছেন। রোববার দুপুরে বাগেরহাটের মোল্লাহাটের মাদরাসাঘাট এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী ও মোড়েলগজ্ঞের বৈলতলী এলাকায় যাত্রীবাহী বাসের ছাদ থেকে পড়ে এক কিশোর নিহত হয়।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার দুপুর ১২ টার দিকে খুলনা থেকে মাদারীপুরগামী একটি যাত্রীবাহীবাস মোল্লাহাট উপটজেলার মাদরাসাঘাট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময়ে অটোরিকশার চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন।

এলাকাবাসী আতদের উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চিত্তরঞ্জন রায় (৮০) মারা যান। অপর আহত ইমরান হোসেনকে (২২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

এদিকে শরণখোলাগামী হামিম পরিবহনের ছাদ থেকে পড়ে ১৪ বছরের অজ্ঞাত কিশোরের নিহত হয়েছে। রোববার মোড়েলগজ্ঞ উপজেলার বৈলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

শওকত আলী বাবু/এএম