ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জামায়াতকে তালাক দিয়ে রাজনীতিতে আসুন : খালেদাকে নৌমন্ত্রী

প্রকাশিত: ০১:২৪ পিএম, ১১ ডিসেম্বর ২০১৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, জামায়াতকে তালাক দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে আসুন।

রোববার বিকেল ৪টায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি বাবুল চন্দ্র দাসের সভাপতিত্বে মাদারীপুর বিসিক শিল্পনগরীতে জান্নাত পিভিআই পাইপ কোম্পানির কারখানার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশে খালেদা জিয়ার শাসনামলে গণতন্ত্র ও দেশের মানুষ কবরে ছিল। সে সময় তারা সেনাবাহিনী ব্যবহার করেও ক্ষমতায় থাকতে চেয়েছিল।

এ কে এম নাসিরুল হক/এআরএ/পিআর