ভৈরবে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার বিকেলে ভৈরব রেলওয়ে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভৈরব পৌরসভার জগন্নাথপুর এলাকার আক্তার হোসেন ও সন্তু দাস। ভৈরব রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভৈরব রেলওয়ে জংশনের পাশে রেল লাইনে দাঁড়িয়ে কথা বলছিলেন আক্তার হোসেন ও সন্তু দাস। এ সময় সামনের দিক থেকে একটি ট্রেন আসতে দেখে তারা দ্রুত পাশের আরেকটি লাইনে চলে যান।
কিন্তু একই সময় ওই লাইনেও ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা ট্রেনে এসে পড়ে। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরেকজনকে মৃত বলে ঘোষণা করেন।
নূর মোহাম্মদ/এএম/পিআর