ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: ০৬:৪০ এএম, ১২ ডিসেম্বর ২০১৬

কিশোরগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. মো. জিল্লুর রহমান।

এ পদে অন্য কোনো বৈধ প্রার্থী না থাকায় সকালে রিটার্নিং অফিসার ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

একই সময় সংরক্ষিত আসনে ২ জন ও সাধারণ সদস্য পদে আরও দুইজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

এছাড়া সদস্য ও সংরক্ষিত আসনে অবশিষ্ট ৫৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

নূর মোহাম্মদ/এফএ/আরআইপি