ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থী জয়ী

প্রকাশিত: ০৯:৫৭ এএম, ১২ ডিসেম্বর ২০১৬

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে টাঙ্গাইলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফজলুর রহমান খান ফারুক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার প্রতিদ্বন্দ্বী দুজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও বাকি একজন প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহবুব হোসেন নিশ্চিত করেছেন।

সোমবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। এ সময় জেলা পরিষদের ১৫টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৫৩ জন ও ৫টি সংরক্ষিত সদস্য পদে ১৭জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলামসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া একক প্রার্থী হওয়ায় সাধারণ আসনে ১৩নং ওয়ার্ডে খন্দকার শফি উদ্দিন মনি ও ১৪ নং ওয়ার্ডে সাধারণ আসনের সদস্য বদিউল আলম মঞ্জুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

জানা যায়, গত ১ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহবুব হোসেনের কাছে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকসহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু, জেলা যুবলীগের সাবেক সভাপতি সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক শওকত রেজা এবং দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী মো. ফজলুর রহমান মল্লিক মনোনয়নপত্র দাখিল করেন।

গত ৪ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু ও জেলা যুবলীগের সাবেক সভাপতি সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক শওকত রেজার মনোনয়নপত্র বাতিল করা হয়।

শনিবার টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষে উচ্চমান সহকারী নজরুল ইসলামের হাতে স্বতন্ত্র প্রার্থী দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী মো. ফজলুর রহমান মল্লিক মনোনয়ন প্রত্যাহার করেন। এতে টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফজলুর রহমান খান ফারুক একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।

এর আগে ১৩ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি ও ১৪ নং ওয়ার্ডে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জু একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। ফলে উভয় সদস্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলে মোট এক হাজার ৬০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। চেয়ারম্যান পদে একজন, সাধারণ সদস্য পদে ১৫জন এবং সংরক্ষিত সদস্যপদে পাঁচ জন নারী সদস্য নির্বাচিত হবেন।

আরিফ উর রহমান টগর/এএম