লক্ষ্মীপুরে ৮৪ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৮৪ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান জেলা পরিষদের প্রশাসক শামছুল ইসলাম পেয়েছেন আনারস (প্রতীক), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন ঘোড়া (প্রতীক) ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান (হেলিকপ্টার) প্রতীক পেয়েছেন। এছাড়া ১৫টি ওয়ার্ডে ৬৬ জন সদস্য এবং ৫টি সংরক্ষিত মহিলা আসনে ১৫ জন নারীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
কাজল কায়েস/এআরএ/পিআর