ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গোসলের ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে কুপ্রস্তাব

প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১৩ ডিসেম্বর ২০১৬

সুনামগঞ্জে মুঠোফোনে ধারণ করা স্কুলছাত্রীর গোসলের ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে কুপ্রস্তাবের দেয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার পর্যন্ত ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

অভিযুক্ত তাহিরপুরের সীমান্ত সংলগ্ন টেকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুল লতিফ (৩৭)। তিনি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বালুকান্দা গ্রামের মমতাজ আলীর ছেলে।

এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা সংশ্লিষ্ট বিদ্যালয়ের অধ্যক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, গত ৮ ডিসেম্বর বৃহস্পতিবার স্কুল সংলগ্ন পাশের বাসায় ওই স্কুলছাত্রী নলকূপে গোসল করতে যান। এসময় স্কুলশিক্ষক আব্দুল লতিফ পার্শ্ববর্তী একটি ঘর থেকে ওই শিক্ষার্থীর গোসলের দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করেন।

বিষয়টি আঁচ করতে পারলে তাকে কু-প্রস্তাব দেয়া হয়। ওই দিনই বিদ্যালয়ের অধ্যক্ষ বরাবরে ওই স্কুলছাত্রীর বাবা একটি লিখিত অভিযোগ দেন।

এ ব্যাপারে টেকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ খায়রুল আলম মঙ্গলবার দুপুরে জাগো নিউজকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রাজু আহমেদ রমজান/এআরএ/এমএস