নওগাঁ প্রেসক্লাবের নির্বাচন ২৭ ডিসেম্বর
আগামী ২৭ ডিসেম্বর নওগাঁ জেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির বার্ষিক নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে জেলা প্রেসক্লাবে তিন সদস্যের নির্বাচন পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ড হারুন অল রশিদকে আহ্বায়ক এবং জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী ও প্রেসক্লাবের সদস্য গোলাম সামদানীকে সদস্য করে তিন সদস্যের নির্বাচন পরিচালনা পরিষদ গঠন করা হয়।
প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের ১৫ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। এছাড়া ভোটার তালিকা, মনোনয়ন জমা, যাছাই-বাছাই ও মনোনয়ন প্রত্যাহারের দিন-তারিখ ঠিক করবে নির্বাচন পরিচালনা পরিষদ।
২৭ তারিখে নির্বাচিত কার্য নির্বাহী কমিটি আগামী এক বছর প্রেসক্লাবের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে।
আব্বাস আলী/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৬ জনকে আপনাদের হাতে তুলে দিলাম, জয়যুক্ত করে হিসাব বুঝে নেবেন
- ২ জেলগেট থেকে ফের গ্রেফতার বরিশালের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম
- ৩ কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, সংঘর্ষ-গাড়ি ভাঙচুর
- ৪ ফজরের নামাজ কেন্দ্রের সামনে আদায় করতে হবে: তারেক রহমান
- ৫ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর