ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুদিন পর বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুগাপুর সীমান্তে আসাদুজ্জামান (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ দুইদিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার বিকেলে দুগাপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপস্থিতিতে আদিতমারী থানা পুলিশের কাছে তার মরদেহ ফেরত দেয় ভারতীয় পুলিশ। আসাদুজ্জামান আদিতমারী উপজেলার দুগাপুর ইউনিয়নের চওড়াটারী গ্রামের আবুল হোসেনের ছেলে।

গত রোববার ভোরে উপজেলার সীমান্তের বিওপি ক্যাম্পের ৯২৪/৮ নম্বর মেইন পিলারের ভারতের অভ্যন্তরে গুলি করে আসাদুজ্জামানের মরদেহ নিয়ে যায় বিএসএফ।

এ ঘটনায় দুগাপুর সীমান্তের ৯২৪ নম্বর পিলারের কাছে বিএসএফ ও বিজিবির মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঘটনার সত্যতা স্বীকার করে দুঃখ প্রকাশ করে বিএসএফ। এরপর এ ধরনের ঘটনা ঘটবে না বলেও বিজিবিকে প্রতিশ্রুতি দেয় বিএসএফ।

আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় জানান, আসাদুজ্জামানের মরদেহ বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল বজলুর রহমান হায়াতী জানান, পতাকা বৈঠকে বিএসএফ এঘটনায় দুঃখ প্রকাশ করেছে।

রবিউল হাসান/এএম/এমএস