ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে প্রার্থিতা ফিরে পেলেন হাবিবুর রহমান

প্রকাশিত: ১১:৪৬ এএম, ১৪ ডিসেম্বর ২০১৬

জেলা পরিষদ নির্বাচনে উচ্চ আদালতের রায়ে মেহেরপুরে চেয়ারম্যান পদে প্রার্থিতা ফিরে পেয়েছেন হাবিবুর রহমান। হাবিবুর রহমানের বাড়ি মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পরিমল সিংহের কাছে এ সংক্রান্ত একটি চিঠি এসে পৌঁছায়। এ সময় তাকে প্রতীক বরাদ্দ দেন সহকারী রিটানিং কর্মকর্তা মো. রোকনুজ্জামান। মোটরসাইকেল প্রতীকে তিনি এবার নির্বাচনে অংশ নিচ্ছেন।

মেহেরপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা পরিমল সিংহ মুঠোফোনে জানান, উচ্চ আদালতের নির্দেশনায় বলা হয়েছে হাবিবুর রহমানকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেয়া হোক। সেজন্য তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রার্থিতা ফিরে পেয়ে হাবিবুর রহমান বলেন, অন্য প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। একটু জটিলতা হয়েছিল। সেটা কাটিয়ে ভোটের জন্য মাঠে নামলাম। আশা করছি জয়ী হবো।

এ নিয়ে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা  করবেন। অন্য প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিয়াজান আলী (কাপ-পিরিচ), সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল (আনারস), গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন (তালগাছ) ও মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাস (চশমা) প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

জেলা পরিষদ নির্বাচনে গত ১ ডিসেম্বর চেয়ারম্যান পদে হাবিবুর রহমান মনোনয়নপত্র জমা দেন। ৪ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে তিনি এলাকার ভোটার নন এমন কারণ দেখিয়ে তার প্রার্থিতা বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি আপিল এবং শেষে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করেন।

আরএআর/আরআইপি