ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

র‌্যাম ভেঙে লক্ষ্মীপুর-ভোলা রুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত: ০২:২৬ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৬

লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট ফেরিঘাটে পণ্যবাহী ট্রাক ওঠার সময় বিআইডব্লিউটিএ’র পন্টুনের র‌্যাম ভেঙে যাওয়ায় লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

এতে পণ্যবাহী ট্রাক যাত্রীবাহী বাসসহ অর্ধশতাধিক যানবাহন আটকা পড়েছে। দুর্ভোগে রয়েছেন বাসযাত্রীসহ নারী ও শিশুরা।

বুধবার বিকেল ৩ টার দিকে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা লবণ-হলুদ বহনকারী ট্রাক (ঢাকা মেট্রো, ট-১৮-৪২০৫) ফেরিতে ওঠার সময় র‌্যাম ভেঙে এ ঘটনা ঘটে।

আটকা পড়া ফেরি কনকচাপার ভারপ্রাপ্ত মাস্টার আব্দুল সালাম জানান, ওই পন্টুনে অন্য একটি র‌্যাম না স্থাপন করা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। নারী ও শিশুসহ সাধারণ যাত্রীরা থাকা খাওয়াসহ দুর্ভোগে রয়েছেন।  

বিআইডব্লিউটি’র লক্ষ্মীপুর মজু-চৌধুরীর হাট ফেরিঘাটের পন্টুনের দায়িত্বে থাকা লস্কর আবুল হাসেম জানান, র‌্যাম আনার জন্য বলা হয়েছে। দ্রুত স্থাপনের চেষ্টা চলছে।

কাজল কায়েস/এএম