ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি রায়হান সম্পাদক শেখ সেলিম
ঝিনাইদহ প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে একটানা বেলা ২টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা।
এরপর বিকেল ৩টায় সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন দৈনিক জনকণ্ঠ’র নিজস্ব প্রতিবেদক, একুশে টিভি’র জেলা প্রতিনিধি ও দৈনিক বীরদর্পণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম রায়হান।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল আই, দৈনিক যায়যায়দিন পত্রিকা ও বাসস এর ঝিনাইদহ জেলা প্রতিনিধি অ্যাড. শেখ সেলিম।
সহ-সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন এসএ টিভি ও দৈনিক বণিক বার্তা পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি এবং দৈনিক নওয়াপাড়া পত্রিকার বিশেষ প্রতিনিধি ফয়সাল আহমেদ। ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে জয়লাভ করেছেন যমুনা টিভি ও ইনডিপেনডেন্ট পত্রিকার জেলা প্রতিনিধি আহমেদ নাসিম আনসারী।
এছাড়া নির্বাহী সদস্য পদে এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলু, কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি এম সাইফুল মাবুদ, এনটিভি ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান বাবলু, মানব জমিন পত্রিকার প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি আসিফ ইকবাল মাখন, ভোরের ডাকের আব্দুল হাই।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে জয়লাভ করেন নবচিত্র পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক দিনকালের ঝিনাইদহ প্রতিনিধি আসিফ ইকবাল কাজল। নির্বাচনে ৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঝিনাইদহ সরকারি নুরুননাহার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শীর্ষেন্দু কুমার ভৌমিক। সহকারী কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন নারিকেলবাড়ীয়া আমেনা খাতুন ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আব্দুস সালাম ও অ্যাড. সুভাষ বিশ্বাস মিলন।
আহমেদ নাসিম আনসারী/এএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের ১১৬ কোটি টাকা বিতরণ করা হয়েছে
- ২ প্রার্থিতা ফিরে পেলেন ফরিদপুরের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান
- ৩ আদিবাসীদের জন্য রাজনৈতিক দলগুলোর ইশতেহারে কী আছে দেখতে চাই
- ৪ নোয়াখালীতে হিজড়া জনগোষ্ঠী ২ হাজার, ভোটার মাত্র ১৪
- ৫ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি, দুই লাখ টাকা জরিমানা