ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় হেরোইনসহ যুবলীগ নেতা আটক

প্রকাশিত: ০৩:১৭ এএম, ১৫ ডিসেম্বর ২০১৬

পাবনার কিসমতপুর এলাকা থেকে হেরোইনসহ শাহিনুজ্জামান ওরফে ওস্তাদ নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে ওই এলাকার মাদক ব্যবসায়ী শফি খার বাড়ি থেকে তাকে ১৩৫ গ্রাম হেরোইনসহ  আটক করা হয়।

আটক শাহিনুজ্জামান ঈশ্বরদী পৌর যুবলীগের নেতা। তার বাড়ি শহরের আলহাজ্ব মিল কলোনী এলাকায়।

ডিবি পুলিশের এসআই রিয়াজুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটককৃত হেরোইনের দাম প্রায় দুই লাখ ৭০ হাজার টাকা। এই ঘটনায় আরও দুইজনকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আটককৃতদের জেলহাজতে পাঠানো হবে।

আলাউদ্দিন আহমেদ/আরএআর/আরআইপি