ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাতীবান্ধা সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রকাশিত: ১১:২৮ এএম, ১৫ ডিসেম্বর ২০১৬

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকী সীমান্ত থেকে মমিনুর রহমান (২৫) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার সকালে বনচৌকী সীমান্তের ৯০৮নং মেইন পিলারের কাজ থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।

মমিনুর রহমান ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকি গ্রামের ইউনুছ মুন্সীর ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার বনচৌকী সীমান্ত এলাকায় ক্ষেতে কাজ করার সময় ভারতের কোচবিহার জেলার ধুমালখাতা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। তবে তাকে ফেরত আনতে বৃহস্পতিবার বিকেলে পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

ভেলাগুড়ি ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন বলেন, সীমান্তের একটি ক্ষেতে কাজ করছিল মমিনুর। এসময় ভারতীয় বিএসএফ সদস্যরা এক চোরাকারবারীকে ধাওয়া করতে এসে তাকে না পেয়ে মমিনুরকে ধরে নিয়ে যায়।

হাতীবান্ধা উপজেলার সংশ্লিষ্ট বনচৌকি বিজিবি ক্যাম্পে ফোন দেয়া হলে এক হাবিলদার জানান, ‘আমরা ব্যস্ত আছি। পরে কথা হবে বলেই কলটি কেটে দেন তিনি।  

লালমনিরহাট-১৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আহম্মেদ বজলুর রহমান হায়াতীর মুঠোফোনে কল দেয়া হলেও তিনি  রিসিভ করেননি। একপর্যায়ে তিনি প্রতিবেদকের কলটি কেটে দিয়ে ফিরতি একটি ক্ষুতে বার্তায় ইংরেজিতে লিখেন-‘স্যরি, আই অ্যাম বিজি। কল ব্যাক লেটার।’

রবিউল হাসান/এআরএ/পিআর