বঙ্গবন্ধু সেতুতে বাসে আগুন
ফাইল ছবি
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজা এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এএসআই সোহেল রানা জাগো নিউজকে জানান, সন্ধ্যা ৬টা ৪০মিনিটে সিরাজগঞ্জ থেকে এমআরকে পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-১৫২৩) ঢাকায় যাচ্ছিলো। বাসটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজা এলাকায় পৌঁছলে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এতে বাসের ইঞ্জিনটি পুড়ে যায়। এসময় যাত্রীরা বাস থেকে দ্রুত নেমে পড়ে।
আগুন ছড়িয়ে পড়ার আগেই টোল প্লাজায় কর্মরত পুলিশ ও কর্মকর্তা কর্মচারীরা বালি ও পানি দিয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের টহল দলের প্রধান কোহির উদ্দিন দেওয়ান জানান, ব্যাটারির শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে বাসের ইঞ্জিন পুড়ে গেছে। তবে ইঞ্জিন ছাড়া কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/পিআর