ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাট বিএনপির সহ-সভাপতি গ্রেফতার

প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১৭ ডিসেম্বর ২০১৬

জয়পুরহাট জেলা বিএনপির সহ-সভাপতি গোলজার হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার সকালে শহরের হিচমি এলাকা থেকে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে।
 
র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক গোলজারের বিরুদ্ধে কী কী মামলা আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

জেলা বিএনপির একটি সূত্র জানায়, গোলজার হোসেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং জয়পুরহাট পেরৗসভার ৬নং ওয়ার্ড থেকে পরপর দুবার কাউন্সিলর নির্বাচিত ছিলেন। সর্বশেষ জেলা বিএনপির কমিটিতে তিনি সহ-সভাপতির দায়িত্ব পান।

২০১৩ থেকে ২০১৪ সালের দিকে বিএনপি-জামায়াত জোটের টানা হরতাল চলাকালে বিএনপি নেতা গোলজার হোসেনের বিরুদ্ধে সদর থানায় একাধিক নাশকতার মামলা দায়ের করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন বলে র্যাব সূত্র জানিয়েছে।

রাশেদুজ্জামান/এফএ/এমএস