গাবতলীতে রোববার আধাবেলা হরতাল
যুবলীগ সদস্যের মুক্তির দাবিতে রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বগুড়ার গাবতলীতে আধাবেলা হরতাল আহ্বান করেছে উপজেলা যুবলীগ।
তিন মামলায় গ্রেফতার বগুড়ার গাবতলী উপজেলা যুবলীগের সদস্য সাব্বির হোসেন জাফরু পাইকারের মুক্তির দাবিতে শনিবার বিকেলে এ হরতাল আহ্বান করা হয়।
পুলিশ জানায়, গত বুধবার উপজেলা যুবলীগের সদস্য জাফরু পাইকারকে তিনটি মামলায় উপজেলার পুরান বাজার এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। উপজেলা খাদ্য অফিস ভাঙচুর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আযম খানের ব্যক্তিগত কার্যালয়ে ককটেল হামলাসহ তিনটি মামলার আসামি জাফরু।
গ্রেফতারের প্রতিবাদে গত বৃহস্পতিবার উপজেলা সদরে আওয়ামী লীগের সভাপতি আযম খানের কুশপুত্তলিকা দাহ করা হয়।
গাবতলী উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুল জানান, হয়রানির জন্য মিথ্যা মামলায় জাফরু পাইকারকে গ্রেফতার করা হয়েছে। এজন্য তার মুক্তি দাবিতে রোববার আধাবেলা হরতাল আহ্বান করা হয়েছে।
এআরএ/পিআর