ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে কমিউনিটি পুলিশের সচেতনতামূলক র‌্যালি

প্রকাশিত: ০৭:২৫ এএম, ০৮ মার্চ ২০১৫

‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এই শ্লোগান নিয়ে টাঙ্গাইলে কমিউনিটি পুলিশিং ও জেলা পুলিশের সমন্বয়ে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে  এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল মডেল থানায় গিয়ে শেষ হয়।

এ সময় জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও জনগনের মাঝে পারস্পরিক আস্থা গড়ে তোলার জন্য লিফলেট বিতরণ করা হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন ও টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, কমিউনিটি পুলিশিং কমিটির জেলা শাখার সভাপতি মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আজাদ কবিরসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, জেলা পুলিশের সদস্য ও  ১২টি উপজেলার কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা অংশ গ্রহন করেন।

এসএইচএ/বিএ/এমএস