ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে এমপির বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ

প্রকাশিত: ০২:৩৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৬

কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে প্রায় সাড়ে চার কোটি টাকার টিআর ও কাবিটার বরাদ্দ দিয়ে এবং নগদ টাকার লোভ দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী) আসনের সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে।

এ সংক্রান্ত দুটি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে সোমবার সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি তদন্তাধীন।

কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী (আনারস)। অপরজন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পনির উদ্দিন আহমেদ (কাপ-পিরিচ)। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ সম্প্রতি তাকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রে পাঠিয়েছে। এ বিদ্রোহী প্রার্থী আগে জাতীয় পার্টি করায় স্থানীয় সংসদ সদস্য তার পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

অনুসন্ধানে জানা যায়, সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ ব্যাপারে অবহিত করেছেন। তাদের তথ্য মতে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী) আসনের সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান এর আগে উপজেলা পরিষদ নির্বাচন, পৌর নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকায় উপস্থিত থেকে আচরণবিধি লঙ্ঘন করে নিজের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন।

নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) জহুরুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক কাজী নাজমুল  হুদা লাল স্বাক্ষরিত অভিযোগে বলা হয়, সংসদ সদস্য কোনো ভোটারের কাছে ভোট চাওয়া অথবা কোনো ধরনের সুবিধা দেয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ইউপি চেয়ারম্যান-মেম্বারদের টিআর ও কাবিটা বরাদ্দ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী পনির উদ্দিন আহমেদের পক্ষে ভোট প্রার্থনা করছেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগের কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমানের নামে এক কোটি ১১ লাখ টাকার টিআর (টেস্ট রিলিফ) ও কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পে এক কোটি ১১ লাখ টাকা বরাদ্দ আসে। এসব প্রকল্প বাস্তবায়নের সময়সীমা ৩১ জানুয়ারি। এখন পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে কোনো প্রকল্প জমা হয়নি। একইভাবে ওই নির্বাচনী এলাকায় উপজেলা প্রশাসনের মাধ্যমে আরও প্রায় ২ কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হবে।

এ ব্যাপারে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী) আসনের সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমানের ব্যবহৃত মুঠোফোনে শনিবার সকাল থেকে অনেকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি। পরে মোবাইলে ক্ষুদে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি।

নাজমুল হোসাইন/এএম/পিআর