নরসিংদীতে ৭০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নরসিংদীতে পৃথক দুইটি স্থানে অভিযান চালিয়ে প্রায় ৭০০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার কোতোয়ালির চর ও ভগীরথপুর গ্রামে অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
নরসিংদী তিতাস গ্যাসের ডিজিএম তৌহিদুল ইসলামের নির্দেশে রাইজার সুপার ভাইজার সালাউদ্দিন আহমেদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় ২ ইঞ্চি ব্যাসার্ধের প্রায় ৬০০ ফিট লোহার পাইপ উদ্ধার করা হয়। এতে সরকার প্রতি মাসে প্রায় ৮ লাখ টাকা রাজস্ব হারাতো।
সঞ্জিত সাহা/এএম