ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভারতে পাচার হওয়া ২ যুবতী দেশে ফিরেছে

প্রকাশিত: ০২:১০ পিএম, ০৮ মার্চ ২০১৫

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে ভারতে পাচার হওয়া ২ বাংলাদেশি যুবতীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। এরা হলেন, আঁখিতারা খাতুন (১৮) ও বুলবুলী খাতুন (১৯)।

রোববার দুপুর ১টার দিকে সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত দেওয়া হয়।

বিজিবি জানায়, ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা গুলশান থেকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা শহরের রাজার স্ত্রী পাচারকারী নুরজাহান বেগম চাকরির প্রলোভন দেখিয়ে একই এলাকার রজব আলীর মেয়ে আঁখিতারা খাতুন ও  কুষ্টিয়া সদর উপজেলার খোদ্ধ আইলচারা গ্রামের হাসেন আলী মন্ডলের মেয়ে বুলবুলি খাতুনকে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার করে। এরপর ভারতের কৃষ্ণনগর থানা পুলিশ তাদের আটক করলে পাচারকারীরা পালিয়ে যায়। কৃষ্ণনগর থানা পুলিশ আদালতের নির্দেশে তাদেরকে নদীয়া জেলা সেফহোমে রাখে। দীর্ঘ এক বছর সেফহোমে থাকার পর রোববার দুপুরে তাদেরকে বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ।

বৈঠকে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রবিউল আলম, চেকপোস্ট ইমিগ্রেশন কর্মকর্তা রাশেদ এবং ভারতের পক্ষে গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেকটর বি যাদব ও ইমিগ্রেশন কর্মকর্তা এম.ডি. রোজারিও উপস্থিত ছিলেন।
 
এমএএস/পিআর