ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে স্কুলছাত্রী ধর্ষণ : আরেক যুবক গ্রেফতার

প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৬

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যংতে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে অংসাচিং মারমা নামে আরেক জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার আমতলী এলাকা থেকে তাকে গ্রফতার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শনিবার ভোরে বাসায় ফিরছিল ওই স্কুলছাত্রী। এসময় ব্যাংকছড়ি এলাকায় একা পেয়ে কয়েকজন যুবক মিলে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করে।

রোয়াংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর আলী জানান, মেয়েটি যুবকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে দুইদিনে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

সৈকত দাশ/এআরএ/পিআর