টাঙ্গাইলের মাদক সম্রাট সুমন গ্রেফতার
টাঙ্গাইলের সাবালিয়া এলাকা থেকে মাদক সম্রাট বোখারী সুমনকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দেড়শ গ্রাম হেরোইনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। রোববার গভীর রাতে টাঙ্গাইল মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
সুমন টাঙ্গাইল পৌর এলাকার দক্ষিণ থানা পাড়ার মৃত শামসুল হকের ছেলে।
টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া সোমবার বেলা সাড়ে ১১টায় এক প্রেস বিফিংয়ে জানান, রোববার গভীর রাতে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার ও আশিকের নেতৃত্বে টাঙ্গাইল পৌর এলাকার সাবালিয়াস্থ অ্যাডভোকেট সাইফুল ইসলামের বাসার ভাড়াটিয়া মাদক সম্রাট বোখারী সুমনকে গ্রেফতার করা হয়। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে দেড়শ গ্রাম হেরোইনসহ বিভিন্ন প্রকার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় তিনটি ও সিরাজগঞ্জ থানায় একটি মাদক মামলা রয়েছে।
তিনি আরও জানান, টাঙ্গাইল পৌর এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে গত মাস থেকে শহরে ব্যাপক পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এ তৎপরতায় গত মাসে ১২৬জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করাসহ নিয়মিত মামলা করা হয়। গত মাসে টাঙ্গাইল মডেল থানায় ১৪টি মামলা হয়েছে।
আরিফ উর রহমান টগর/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রচারণায় প্লাস্টিক সামগ্রী ব্যবহার, জামায়াত প্রার্থীকে শোকজ
- ২ শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী
- ৩ পদত্যাগ করে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করলেন ৪ বিএনপি নেতা
- ৪ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৫ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও