৭ দিনের মাথায় ফের বন্ধ জয়পুরহাট সুগার মিল
চালু হওয়ার ৭ দিনের মধ্যে ফাইন্যান্স পাম্প বিকল হওয়ায় জয়পুরহাট সুগার মিল ফের বন্ধ হয়ে গেছে। মিল বন্ধের কারণে মিল গেটের সামনে আখ চাষিদের শত শত গাড়ি আটকা পড়েছে।
এদিকে সোমবার সকালে মিল গেট বন্ধ থাকায় গেটের সামনে বিক্ষোভ করেছেন চাষিরা।
জয়পুরহাট আদর্শপাড়া এলাকার আক্কাছ হোসেন ও পুরানাপৈল এলাকার তফিজউদ্দিনসহ অনেক কৃষক জানান, আমরা আখ নিয়ে মিলে এসে বিপদে পড়েছি, আখ গ্রহণ করা হচ্ছে না, মিল কোনদিন চালু হবে আর আমাদের আখ নেওয়া হবে তা আমরা বুঝতে পারছি না। 
জয়পুরহাট সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল জানান, গত ১২ ডিসেম্বর থেকে ৫৪ তম আখ মাড়াই শুরু হয়েছে। হঠাৎ করে মিলের ফাইন্যান্স পাম্পটি বিকল হওয়ার কারণে রোববার রাত সাড়ে ১০টা থেকে মিলটি সাময়িক বন্ধ রাখা হয়েছে।
আজ সোমবার দুপুরের মধ্যে মেরামত কাজ শুরু হবে বলে তিনি জানান।
উল্লেখ, গত ২ ডিসেম্বর জয়পুরহাট সুগার মিল চালু করার জন্য বয়লারের পানি পরীক্ষামূলক ভাবে গরম করার সময় বয়লার বিষ্ফোরণে এক জন উপ-সহকারী প্রকৌশলীসহ চিনিকলের আরো ৩ জন শ্রমিক দগ্ধ হন।
রাশেদুজ্জামান/এফএ/এমএস