জেএমবি সদস্য মতিউরের ৫ দিনের রিমান্ড
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য মতিউর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার দুপুরে জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক ইয়াছিন আরাফাত জেএমবি সদস্য মতিউর রহমানকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক নজরুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রেজিস্ট্রার এএসআই এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি মামলার বরাত দিয়ে জানান, জেএমবির এই সদস্য ঢাকার দারুস ছালাম থানার সন্ত্রাসবিরোধী আইনের দায়ের করা মামলায় (মামলা নং ২১/১৬) ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। সিরাজগঞ্জের সলঙ্গা থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় (মামলা নং ০২/১৬) জিজ্ঞাসাবাদের জন্য তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে সোমবার দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে সিরাজগঞ্জ ডিবি পুলিশ। আদালত শুনানি শেষে তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জেএমবি সদস্য মতিউর রহমান বগুড়া জেলার শাহজানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোট গ্রামের দবির উদ্দিনের ছেলে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস