টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার দুপুরে জেলার বাসাইল উপজেলার পিয়ালা নামক স্থানে ট্রাকচাপায় একজন ও সকালে কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী নামক স্থানে বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হন।
এ ব্যাপারে বাসাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ২টার দিকে টাঙ্গাইলমুখী একটি ট্রাক বাসাইল উপজেলার পিয়ালা নামক স্থানে আলমাস (৩৬) নামের এক মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তিনি মির্জাপুর উপজেলা ইসলামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। নিহতের মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
অপরদিকে সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার আনালিয়াবাড়ী নামকস্থানে উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী কোচের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মোকসেদ আলী (৩০) নিহত হন।
এ ঘটনায় আহত হন আরো দুজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরিফ উর রহমান টগর/এমএএস/জেআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রচারণায় প্লাস্টিক সামগ্রী ব্যবহার, জামায়াত প্রার্থীকে শোকজ
- ২ শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী
- ৩ পদত্যাগ করে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করলেন ৪ বিএনপি নেতা
- ৪ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৫ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও