ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে তালা
স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও নারী কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার সিরাজুল ইসলাম ওরফে মুরাদকে ঈশ্বরদী সরকারি কলেজে বদলির আদেশ দেয়া হয়েছে।
এই সংবাদে ঈশ্বরদী সরকারি কলেজে দুই দিন ধরে তুলকালাম কাণ্ড চলছে। বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রোববার ও সোমবার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল, অবস্থান ধর্মঘট এবং প্রতিবাদ সভার আয়োজন করে।
সোমবার বিক্ষোভের একপর্যায়ে অধ্যক্ষের কক্ষে তালা দিয়ে অধ্যক্ষ প্রফেসর শেখ আনোয়ার হোসেনকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।
জানা যায়, নানা অভিযোগে এবং ছাত্র-ছাত্রীদের তীব্র আন্দোলনের মুখে খন্দকার সিরাজুল ইসলাম মুরাদকে শাস্তিস্বরূপ পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে হাতিয়ায় বদলি করা হয়।
সূত্র জানায়, মুরাদ এডওয়ার্ড কলেজ হতে ছাড়পত্র না নিয়ে এবং হাতিয়ায় যোগদান না করে ঈশ্বরদীতে আসার জন্য মন্ত্রণালয়ে তদবির চালান। মুরাদ ঈশ্বরদীতে আসছেন এ সংবাদ ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়লে হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীসহ সমগ্র কলেজের শিক্ষার্থী বদলি আদেশ বাতিলের দাবিতে রোববার থেকে বিক্ষোভ শুরু করে।
আলাউদ্দিন আহমেদ/এএম/জেআই