বাগেরহাটে অসুস্থ হাজতির হাসপাতালে মৃত্যু
বাগেরহাটে আরিফ মল্লিক (৩৬) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার রাতে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আরিফ মল্লিক বাগেরহাট সদর উপজেলার বাদোখালী গ্রামের মৃত গোলাপ মল্লিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বাগেরহাট জেলা কারাগারের ডেপুটি জেলার রাসেল আহমেদ জানান, মাদক মামলায় গত ১৭ ডিসেম্বর আরিফ মল্লিককে কারাগারে পাঠানো হয়।
রোববার (১৮ ডিসেম্বর) তিনি অসুস্থ হলে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
সোমবার সকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তের রিপোর্ট আসলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান ডেপুটি জেলার রাসেল আহমেদ।
এদিকে নিহতের বড় ভাই রফিকুল ইসলাম বলেন, আমার ভাই দীর্ঘ ১০-১৫ বছর ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। সম্প্রতি বাদোখালী গ্রামের জনৈক জসিমের সঙ্গে মাদক ব্যবসা নিয়ে তার বিরোধ সৃষ্টি হয়।
এ বিরোধের জের ধরে জসিম আমার ভাইকে বেধড়ক মারধর করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়। জসিম ও তার মাদক বাহিনীর মারধরে তার ভাইয়ের মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন।
শওকত আলী বাবু/এএম/বিএ