প্যারামেডিকেল চিকিৎসককে এমবিবিএস সাজিয়ে প্রতারণা
বগুড়ায় নার্সের পোশাকে আয়া ও প্যারামেডিকেল চিকিৎসককে এমবিবিএস সাজিয়ে প্রতারণা করার দায়ে শহরের দুই ক্লিনিকে অভিযান চালিয়ে মালিক, ভুয়া চিকিৎসক ও আয়াকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. তায়েব উর রহমান আশিক এ অভিযান পরিচালনা করেন। এতে সহযোগিতা করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. তায়েব উর রহমান আশিক জানান, শহরের মোমেনা নার্সিং হোমে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্সকে চিকিৎসকের দায়িত্ব পালনরত অবস্থায় দেখতে পাওয়া যায়। এ ছাড়া অ্যাপ্রোন পরে নার্সের দায়িত্ব পালন করছিলেন আয়া।
জিজ্ঞাসাবাদে তারা নিজেদের দোষ স্বীকার করেন। পরে তাদের দুইজনকে ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা ও প্রতারণার দায়ে মালিক আব্দুল মান্নানকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, শাপলা ক্লিনিকে ২০০২ সাল থেকে মঞ্জু আক্তার বেগম নামে একজন প্যারামেডিকেল চিকিৎসক নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে চেম্বার সাজিয়ে রোগী দেখছিলেন। অভিযান কালে ক্লিনিকে তিনজন রোগী ছিলেন। আদালতের কাছে দোষ স্বীকার করায় তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. সাজ্জাদুল করিম, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক শরীফুল ইসলাম ও পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর শাহ আলী উপস্থিত ছিলেন।
লিমন বাসার/এএম/এমএস