লালমনিরহাটে মোটর শ্রমিকদের মহাসড়ক অবরোধ
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে তুচ্ছ ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে বাস ও মোটর শ্রমিকরা। এতে করে রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়লে চরম দুর্ভোগের শিকার হয় যাত্রীরা।
মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকায় সড়কের উপর বাস ও ট্রাক আড়াআড়ি করে অবরোধ সৃষ্টি করে।
জানা যায়, উপজেলার স্থানীয় মেডিকেল মোড় এলাকায় হাতীবান্ধা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রবিউল ও সদস্য সাইফুলের সঙ্গে থ্রি-হুইলার (জেএস) চালক বাবুলের কথা কাটাকাটি হয়।
এ সময় পাশে থাকা বাবুলের ভাই লাবলু এগিয়ে এলে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে বাস ও মোটর শ্রমিকরা রাস্তার উপর ট্রাক এবং বাস আড়াআড়ি করে রেখে অবরোধ সৃষ্টি করে।
বেলা ১টার দিকে হতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম সাংবাদিকদের বলেন, অটো আর বাস চালকের মধ্যে একটু ধাক্কা-ধাক্কির কারণে এমনটি হয়েছে।
রবিউল হাসান/এএম/এমএস