ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্কুলছাত্রীর শ্লীলতাহানি : দোষীদের গ্রেফতার দাবি

প্রকাশিত: ১১:৫৩ এএম, ২০ ডিসেম্বর ২০১৬

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে পুরানবাজার তেমুনিয়া এ মানববন্ধন আয়োজন করে ছাত্র-যুব পরিষদ। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এলাকার যুব সমাজের নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মো. ছালেক মিয়া, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার গৌর প্রসাদ রায়, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. খলিলুর রহমান, শায়েস্তাগঞ্জ মানবাধিকার কউন্সিলের সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিক মিয়া, সাবেক পৌর কাউন্সিলর রাহেল মিয়া সরদার, জিতু লস্কর, মাসুদুর রহমান বাবু, সেন্টু রায়, ছাত্র-যুব পরিষদের আহ্বায়ক মোশারফ হোসেন শাহেদ, সৈয়দ এবাদুল হক শাহীন, জুনায়েদ তালুকদার, জয়নাল সরদার, ছাত্রনেতা এমরান, সাইদুল ইসলাম সোহাগ, দেবাশীষ রায়, সুজিত বণিক প্রমুখ।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জনৈক ছাত্রীকে নাঈম নামে এক যুবক শ্লীলতাহানি করে।

কামরুজ্জামান আল রিয়াদ/এএম