ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ১০:৩৪ এএম, ২১ ডিসেম্বর ২০১৬

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কাছে মুরতুজা আলী মিলন (৪০) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের বড়পুকুরিয়া-ফুলবাড়ী সড়কের ঘোড়ামারা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহত মিলন ফুলবাড়ী পৌর শহরের উর্বসী সিনেমা হল মার্কেটে মিলন টেলিকম দোকানের মালিক । তিনি বড়পুকুরিয়া বাজারের বাশপুকুর গ্রামের স্কুল শিক্ষক শাহাজান আলীর ছেলে। এ ঘটনায় নিহতের ছোট ভাই আলী হাছান বাদী হয়ে পার্বতীপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।

পার্বতীপুর থানা পুলিশের  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোস্তাক  আহম্মেদ বলেন,  ভোর রাতে স্থানীয়দের চিৎকার শুনে বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে মিলনকে গুরুত্বর আহত অবস্থায়  উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্মব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্বৃত্তরা মিলনের গলা কেটে ফেলায় প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

এমদাদুল হক মিলন/আরএআর/আরআইপি