ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিখোঁজের একদিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২১ ডিসেম্বর ২০১৬

বাগেরহাটের শরণখোলা উপজেলার মঠেরপাড় গ্রামের ধানখেত থেকে মায়া আক্তার (৯) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মেয়েটির সৎবাবা আল আমিন হাওলাদারকে আটক করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার মায়া নিখোঁজ হয়। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হতে পারে। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য তার মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।

মায়া আক্তার উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় গ্রামের জোৎস্না আক্তারের মেয়ে। সে রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

শরণখোলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল জানান, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে আল আমিনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, চানাচুরের সঙ্গে কীটনাশক মিশিয়ে মায়াকে হত্যা করে মরদেহ ধানখেতে লুকিয়ে রেখেছিল। তবে এ বিষয়ে নিশ্চিত হতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শওকত আলী বাবু/এএম