সেনবাগ উপজেলা চেয়ারম্যান বরখাস্ত
নাশকতার একাধিক মামলায় চার্জশিটভুক্ত আসামি হওয়ায় নোয়াখালীর সেনবাগ উপজেলা চেয়ারম্যান ও বিএনপির নেতা আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
বুধবার বিকেলে সাময়িক বরখাস্তের পত্র পেয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, নাশকতার ৪টি মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তিনি উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগে জনস্বার্থ পরিপন্থী বলে সরকার মনে করে।
উপজেলা পরিষদ আইনের ১৩খ (১) ধারা অনুসারে নোয়াখালীর সেনবাগ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, একটি অগণতান্ত্রিক সরকার কীভাবে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে বহিষ্কার করতে পারে? এ বিষয়ে তিনি দলীয় ফোরামে আলোচনা করে উচ্চ আদালতে রিটের সিদ্ধান্ত নেবেন।
এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তাহাজ্জুদের পর একটি দল ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে
- ২ ভোটের দিন কোনো চিল ছোঁ মেরে ভোট নিয়ে যাবে তা হবে না
- ৩ দিল্লিতে অফিস খুলে হাসিনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন
- ৪ মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান, বিপুল সমাগমের আশা
- ৫ আজ মুক্তি মিলছে না সাদ্দামের, জামিনের চিঠি যশোর কারাগারে আসেনি