জামালপুরে ‘মা’ সমাবেশ
প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে জামালপুরে মা সমাবেশ পালিত হয়েছে। বৃহস্পতিবার সদরের রানাগাছা ইউনিয়নের বানারেরপাড় (বালিকা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামালপুর সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল ছালাম।
এ সময় বানারেরপাড় (বালিকা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল মোতালেবের সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য রাখেন সনাক সভাপতি মাসুদা আক্তার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান আরজু, সনাক সদস্য অধ্যাপক মীর আনছার আলী, অধ্যাপক আবদুল হাই, টিআইবির এরিয়া ম্যানেজার মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, একজন মা তার সন্তানকে পাঠ্যগত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারে। তাই কোমলমতি শিশুদের সঙ্গে তাদের মায়েদের একটি মিলন ঘটাতেই এ মা সমাবেশে আয়োজন করা হয়েছে। পরে বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শুভ্র মেহেদী/এএম/পিআর