নাসিক নির্বাচনে বিএনপির ভোট কারচুপির দাবি ভিত্তিহীন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির ভোট কারচুপির দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
তিনি বলেন, শামীম ওসমান প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মেরে তা গণমাধ্যমে প্রদর্শন করে নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করেছেন। সেজন্য নির্বাচন কমিশনের উচিত ছিল তাৎক্ষণিকভাবে আইভীর প্রার্থিতা বাতিল করা অথবা শামীম ওসমানকে শাস্তি দেয়া। কিন্তু মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন তা না করে আবারও ব্যর্থতার প্রমাণ দিয়েছেন।
শনিবার দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে কৃষক শ্রমিক জনতা লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জেলা সম্মেলনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আইভী জিতেছে নারায়ণগঞ্জবাসীর প্রকৃত ভোটে। আইভী নির্বাচনে আরো ১০ হাজার ভোট বেশি পেতো, যদি শামীম ওসমান তার পক্ষে কাজ না করতো। রাজনীতিবিদ ছাড়া চলছে সংসদ। এখন সংসদ ব্যবসায়ী আর লুটেরাজদের দখলে। রাজনৈতিক ব্যক্তিত্বদের এখন ঠাঁই নেই সংসদ আর রাজনৈতিক অঙ্গণে।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকী প্রমুখ।
আরিফ উর রহমান টগর/এআরএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রচারণায় প্লাস্টিক সামগ্রী ব্যবহার, জামায়াত প্রার্থীকে শোকজ
- ২ শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী
- ৩ পদত্যাগ করে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করলেন ৪ বিএনপি নেতা
- ৪ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৫ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও