ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি ভিত্তিহীন বললেন জেলা প্রশাসক

প্রকাশিত: ০১:২৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৬

পাবনায় সরকারি স্কুলে তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছেন জেলা প্রশাসক রেখা রানী বালো।

শনিবার বিকেল ৫টায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সত্য নয় বলে দাবি করেন তিনি।

এর আগে সকালে সরকারি স্কুলে তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে একটি কোচিং সেন্টারের প্রশ্নপত্রের হুবহু মিল রয়েছে অভিযোগ অভিভাবকরা জেলার প্রশাসকের বাসভবন ঘেরাও করে।

এ ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে তদন্ত করে ফেয়ার কোচিংয়ের পরিচালক আব্দুল মুতালিব, পাবনা জেলা স্কুল, পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কৃষ্ণপুর সরকারি বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক, সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক পৃতিষ কুণ্ডসহ পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের ফটোকপি দোকানদারদের ডেকে নেয়া হয়।

সেখানে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে ফয়ার কোচিংয়ের পরিচালক আব্দুল মুতালিব, সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক পৃতিষ কুণ্ডুসহ ফটোকপি দোকানদারদের জানতে চাওয়া হলে তারা জানান, পরীক্ষার পরে তার এই প্রশ্ন ফটোকপি এবং কম্পিউটারে টাইপ করেছেন। এতে প্রতীয়মান হয় যে, তারে নিজেদের কোচিং ব্যবসায় লাভের আসায় তারা এখানে কাজ করেছেন।

পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো জানান, তার ব্যক্তিগত কম্পিউটারে নিজে হাতে পাবনায় সরকারি স্কুলে তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র টাইপ করেছেন। এতে করে এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই। পরীক্ষা কেন্দ্রগুলোও সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত ছিল।

একে জামান/এআরএ/জেআইএম