অপহরণের পর হত্যা চেষ্টাকালে যুবক উদ্ধার, আটক ৪
দিনাজপুরের কোতয়ালি থানার সাদিপুর গোদাগাড়ী এলাকা থেকে শাহিন হোসেন (২৪) নামে এক যুবককে আপহরণ করে জেলার বিরামপুর ভাইগড় সীমান্তের সাগড়দিঘি পাড়ে হত্যার চেষ্টাকালে ৪ যুবককে আটক করেছে এলাকাবাসী। পরে তাদের বিরামপুর থানায় সোপর্দ করা হয়।
আটকরা হলেন, বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের শরিফ উদ্দীনের ছেলে সাখাওয়াত (৩০), দিনাজপুর পাগলামোড় এলাকার মজিবর রহমানের ছেলে সুমন (২৭), একই এলাকার মৃত আলাউদ্দীনের ছেলে ফারুক হোসেন এবং বিরল উপজেলার ফারাক্কাবাদ এলাকার শুকদেবপুর গ্রামের বিজয় দাসের ছেলে মহাদেব দাস (৩৫)।
সাগর দিঘির নৈশ প্রহরী (মৎস পাহারাদার) দৌলত হোসেন জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সাগর দিঘির পাড়ে এক যুবক চিৎকার করতে থাকে। পরে তার চিৎকার শুনে আমিসহ এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয় এবং দিঘির পাড়ে একটি মাইক্রোবাসের পাশ থেকে তিন যুবককে আটক করা হয়।
প্রতিবেশী মনছুর আলী জানান, দিঘির পানি থেকে যুবকে উদ্ধার করে এলাকাবাসীর সহযোগিতায় আরো এক জনকে আটক করা হয়। পরে খবর পেয়ে স্থানীয় বিজিবি এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
অপহৃত শাহিন জানান, তিনি দিনাজপুর কোতয়ালি থানার শাদিপুর গোদাগাড়ি এলাকার মতিবুর রহমানের ছেলে এবং পুগালি অটো রাইসমিলের একজন কর্মচারী। শনিবার সন্ধ্যায় দিনাজপুর পুলহাট এলাকার রাস্তা থেকে মাইক্রোবাসে করে চার যুবক তাকে অপহরণ করে নিয়ে আসে।
পরে উক্ত দিঘির পাড়ে এসে মোবাইল ফোনে পরিবারের কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করতে বলে। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ধারালো অস্ত্রের মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করলে পানিতে লাফ দিয়ে চিৎকার দিই।
৬নং জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, অপহরণকারী আটকের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপহরণকারী এবং তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি বিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হবে।
এমদাদুল হক মিলন/এফএ/জেআইএম