মির্জাপুরে বিএনপি-জাপার দুই শতাধিক নেতাকর্মী আ.লীগে যোগদান
টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হংকং শাখা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ লিটনের নেতৃত্বে বিএনপি ও জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের উপজেলা সদরের বাসভবনে এসে আওয়ামী লীগের যোগদান করেন।
মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. খালেক কবীর, বহুরিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম মন্টু, বহুরিয়া ইউপি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সায়েম বোখারী, ইউপি সদস্য ও ৮নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মিজান, মো. হুমায়ুন কবীর, মো. ইউনুছ, ৫নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি পাষান, রিপন মিয়া, আনোয়ার হোসেন, বুলবুল আহমেদ, জলিল, হাকিম আলীসহ ইউনিয়নের গবড়া, গেরামারা, দিঘুলিয়া, আড়াইপাড়া, গোহাইলবাড়ী গ্রামের দুই শতাধিক বিএনপি ও জাতীয় পার্টির নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। পরে সংসদ সদস্য একাব্বর হোসেন সকলকেই মিষ্টি খাওয়ান। 
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হংকং শাখা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ লিটন, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. জহিরুল ইসলাম জহির, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আজহারুল ইসলাম, যুবলীগ নেতা শেখ মোহাম্মদ জসিম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. খালেক কবীর, বহুরিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম মন্টু, বহুরিয়া ইউপি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সায়েম বোখারী, ইউপি সদস্য ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মিজান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ পরিচালনায় দক্ষতা এবং স্থানীয় এমপি মো. একাব্বর হোসেনের নেতৃত্বে মির্জাপুরে ব্যাপক উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। এ কারণে তারা উদ্বুদ্ধ হয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হংকং আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ লিটনের নেতৃত্বে আওয়ামী লীগে যোগ দিলেন।
এস এম এরশাদ/এআরএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪