পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই : এসআই প্রত্যাহার
সুনামগঞ্জের ছাতকে মাদকসহ একাধিক মামলার পরোয়ানাভূক্ত আসামি বৈতুল্লাহকে (৩৮) পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরু মিয়াকে করা হয়েছে।
রোববার রাতে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন-টুকেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। বৈতুল্লাহ বড়কাপন-টুকেরগাঁও গ্রামের ছইচ মিয়ার ছেলে।
ছাতক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা-মামুন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) নুরু মিয়াকে রাতেই প্রত্যাহার করে থানায় সংযুক্ত করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে এসআই নুরু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বড়কাপন-টুকেরগাঁও এলাকা থেকে বৈতুল্লাহকে গ্রেফতার করে।
পরে পুলিশ ফাঁড়ির উদ্দেশে রওয়ানা হলে বৈতুল্লাহর সহযোগীরা পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এসময় পুলিশের ব্যবহৃত মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
পুলিশ সুপার মো. হারুন অর-রশীদ বলেন, এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) নুরু মিয়াকে প্রত্যাহার করে ছাতক থানায় সংযুক্ত করা হয়েছে। আসামি ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
রাজু আহমেদ রমজান/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
- ২ টেকনাফের সীমান্তবর্তী চিংড়ি ঘের থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- ৩ শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ম্যারাথন
- ৪ কুড়িগ্রামে চরের দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ
- ৫ মাদককে না বলে মাগুরায় ৪ শতাধিক প্রতিযোগীর মিনি ম্যারাথন