ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেগমগঞ্জে আগুনে পুড়ে গেছে ১৭টি দোকান

প্রকাশিত: ০৮:৩৫ এএম, ২৬ ডিসেম্বর ২০১৬

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ বাজারে আগুনে দোকান ও গুদামসহ ১৭টি দোকান পুড়ে গেছে। রোববার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্ত মা ফার্মেসির মালিক কানু লাল বনিক জাগো নিউজকে জানান, রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। পরে বাজারে আগুন লাগার খবর পেয়ে সেখানে আসার আগেই তার দোকানসহ বেশির ভাগ দোকানের অর্ধেক পুড়ে যায়। কোথা থেকে কীভাবে আগুন এসেছে বুঝতে পারেন নি। পরে শুনেছেন  একটি সিলিন্ডার থেকে  দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। আগুন দ্রুত পাশ্ববর্তী দোকান ও গুদাম সমুহে ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, খবর পেয়ে মাইজদি ও চৌমুহনী ফায়ার স্টেশন থেকে দমকলের দু’টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে যায় নগদ অর্থ ও মালামালসহ ১৭টি দোকান। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা বলে  দাবি করেছেন ব্যবসায়ীরা।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ুন কবির জাগো নিউজকে জানান, মূলত বৈদ্যুতিক গলোযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মিজানুর রহমান/আরএআর/পিআর