ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এক মাস ধরে সুন্দরগঞ্জ পিআইও অফিসে তালা

প্রকাশিত: ১০:১১ এএম, ২৬ ডিসেম্বর ২০১৬

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও ছাত্রলীগ নেতার পাল্টাপাল্টি মামলার কারণে এক মাস ধরে তালা ঝুলছে পিআইও অফিসে। দীর্ঘদিন ধরে অফিস বন্ধ থাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার ছাত্রলীগের আহ্বায়ক ও নিশা কনস্ট্রাশনের স্বত্বাধিকারী মো. ছামিউল ইসলাম ছামুকে তিনটি ত্রাণের ব্রিজের নির্মাণ কাজ দেয়ার কথা বলে কয়েক মাস আগে ১২ লাখ টাকা উৎকোচ নেয় পিআইও মো. নুরুন্নবী সরকার। পরে তিনি ব্রিজের কাজ তাকে না দিয়ে অন্য এক ঠিকাদারকে দেন।

ব্রিজের কাজ না পাওয়ায় ছামিউল ইসলাম ছামু ২৯ নভেম্বর পিআইওয়ের কাছে যান। এসময় পিআইও ছামুর ওপর চড়াও হয়ে গালিগালাজ ও মারধর করেন। এ নিয়ে ছামিউল ইসলাম ছামু বাদী হয়ে উৎকোচ গ্রহণ ও মারপিটের অভিযোগ ৩০ নভেম্বর সুন্দরগঞ্জ থানায় পিআইও নুুরুন্নবী সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এছাড়া একই ঘটনায় পিআইও নুরুন্নবী সরকার অফিস কার্যালয়ে এসে তাকে মারপিট ও চাঁদা দবির অভিযোগে সুন্দরগঞ্জ থানায় ছাত্রলীগ নেতা ছামিউল ইসলাম ছামুসহ পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।

এদিকে, মামলার পর থেকে তিনি (পিআইও) অফিস তালা ঝুলিয়ে রেখে গাঁ-ঢাকা দিয়েছেন। এতে করে উপজেলার ১৫ ইউনিয়ন ও ১টি পৌর সভায় সরকারি বরাদ্দের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে। এছাড়া তিনি অফিস না করায় ২০১৬-১৭ অর্থ বছরের বরাদ্দকৃত কাবিখা-কাবিটা, টিআর ও কর্মসৃজন প্রকল্পসহ (৪০ দিনের কর্মসূচি) গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

অপরদিকে, শীতার্ত মানুষের মাঝে বরাদ্দকৃত ৪ হাজার ৪৩৯টি কম্বল অফিস সহকারীর মাধ্যমে চেয়ারম্যানদের মাঝে বিতরণ করা হলেও তদারকির অভাবে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন।

এ ব্যাপারে সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত, ইউএনও) মো. হাবিবুল আলম জানান, মামলাজনিত কারণে পিআইও অফিসে আসেন না। তবে উপজেলার জন্য সরকারি বরাদ্দের প্রকল্পগুলো বিকল্প পন্থায় বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।

সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান জানান, পিআইও ও ছাত্রলীগ নেতা ছামুর বিরুদ্ধে থানায় পাল্টাপাল্টি মামলা রয়েছে। মামলা দুইটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলার পর থেকে আসামিরা গাঁ-ঢাকা থেকে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

জিল্লুর রহমান পলাশ/এআরএ/জেআইএম