ফেনীতে পৃথক দুর্ঘটনায় নিহত ৩
ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার নামক স্থানে ব্যবসায়ী এ কে এম ছানা উল্লাহ (৫২) নিহত হয়।
সোমবার দুপুরে মহাসড়কের লালপুলে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা যাত্রী ওমর ফক(২৬) নিহত হয়েছেন। একইভাবে বিকেলে ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় সুমাইয়া আকতার (১১) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ফেনীর অদূরে মোহাম্মদ আলী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ফেনীর ব্যবসায়ী এ কে এম ছানা উল্লাহ নিহত হয়েছেন। একেএম ছানা উল্লাহ (৫২) সকালে ব্যবসার উদ্দেশ্যে ফেনী শহরে আসছিলেন। তিনি চৌদ্দগ্রাম থানার কাইছুড়ি গ্রামের মৃত একেএম শামছুল হকের ছেলে ও তাকিয়া রোডের হক অনুবাদ সেন্টারের মালিক।
অপরদিকে, লালপুলে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা যাত্রী ওমর ফারুক (২৬) নিহত হয়েছেন। দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল স্টারলাইন পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। স্টারলাইনের একটি তৈল বাউচার চট্টগ্রামের দিক থেকে গ্যাস লোড করার জন্য লালপুল পাম্পে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওমর ফারুক মারা যান।
তিনি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বেতাগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে।
এদিকে, ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় সুমাইয়া আকতার নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়। নিহত সুমাইয়া উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফতেহপুর গ্রামের বালন মিয়ার মেয়ে। দুপুরে সুমাইয়া তার মায়ের সঙ্গে মুন্সীরহাট বাজার থেকে টমটম যোগে বাড়ির উদ্দেশ্য রওনা হয়েছিল।
ফেনী-পরশুরাম সড়কের মুন্সীরহাট ফতেহপুর রাস্তা মাথা এলাকায় টমটম থেকে নামার সময় পেছনের দিক থেকে দ্রুতগতিতে আসা অটোরিকশার ধাক্কায় সুমাইয়া ঘটনাস্থলেই রাস্তার পাশে ছিঁটকে পড়ে। আশপাশের লোকজন দ্রুত এসে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জহিরুল হক মিলু/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের